
রাজনীতি
তৃণমূল নেতাকর্মীর প্রতি আস্থা রাখার আহ্বান বদিউজ্জামান মিন্টুর
- কালের ধারা বরিশাল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- গৌরনদী উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেছেন, দলের শক্তি নিহিত আছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। তৃণমূলের এই নিবেদিতপ্রাণ কর্মীরাই দলের ভিত্তি সুদৃঢ় করে রেখেছেন। তাই তাদের সম্মান, ভালোবাসা ও আস্থার জায়গায় রাখতে হবে সর্বাগ্রে।
বরিশালের গৌরনদীতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউজ্জামান মিন্টু আরও বলেন, “আমরা যদি তৃণমূলকে অবহেলা করি, তবে সংগঠন কখনোই শক্তিশালী হতে পারে না। মাঠের নেতা-কর্মীরাই আন্দোলন-সংগ্রামে দলের প্রাণ। তাই তাদের মতামত ও পরিশ্রমকে যথাযথ মূল্যায়ন করতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের ঐক্যই বিএনপির সাফল্যের প্রধান চাবিকাঠি। এসময় তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।




