জাতীয়সারাদেশ

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ১০

অনলাইন নিউজ ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করেছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক সেই মুহূর্তে অপর একটি যাত্রীবাহী বাস এসে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। আহত হন অন্তত ১০ জন যাত্রী। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঐ অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় স্বাভাবিক হয় যান চলাচল।

 

Back to top button