
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শেষে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: ইব্রাহিম হোসেন মাদকের বিরুদ্ধে শাস্ত্রীয় ও কঠোর হুশিয়ারি দিয়ে এক প্রকার “জেহাদ” ঘোষণা করেন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান,উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,মাদক আমাদের রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে “ভাবছেন—আমার সন্তান এখনো ক্ষতিগ্রস্ত নয়, তাই আমি কিছু করব না; কিন্তু দু’দিন পরই যে আমার সন্তানও ক্ষতিগ্রস্ত হতে পারে, তার কোন গ্যারান্টি নেই। তাই এখন থেকেই শুরু করতে হবে।” তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি কমিউনিটির মাদকসংক্রান্ত তালিকা আপনাদের কাছে রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা চান—কে মাদক বিক্রি করে, কে বিক্রিকে সাহায্য করে, কে মাদক সেবন করে সেই সমস্ত তথ্য দিতে অনুরোধ করেন।
ইউএনও আরও জানান, “একজনও মাদক বিক্রেতা, একজনও সহায়তাকরী কিংবা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না — আমি এ বিষয়ে গ্যারান্টি দিচ্ছি।” তিনি বলেন, মানুষজন যাদের মাদকসহায়তা করে তাদের নাম-ঠিকানা জানালে তারা গ্রেফতার করা হবে এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
এসময় সভায় মাদক সম্রাট হিসেবে পরিচিত হিরা মাঝি, মানিক মাঝিকে গোপনে সহায়তাকারী হিসেবে চিহ্নিত একটি টিভির প্রতিনিধি মো: গিয়াস উদ্দিনও উপস্থিত ছিলেন।—যা উপস্থিতদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে যে, মাদক সাম্রাজ্য ও তাদের আশ্রয়দাতাদের নিয়ে মাদকের বিরুদ্ধে এই ধরনের সৎ ঘোষণা গৌরনদীবাসী কতটুকু কার্যকরভাবে দেখতে পাবেন ?




