গৌরনদী কলেজ গেটে ডাস্টবিন নির্মাণ প্রতিবাদ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের সামনে ডাস্টবিন নির্মাণ কাজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গৌরনদী পৌরসভার উদ্যোগে কলেজ গেটের ঠিক সামনেই একটি বড় ডাস্টবিন নির্মাণ কাজ শুরু হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের সামনে ডাস্টবিন নির্মাণ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, দুর্গন্ধে চলাচল ও অধ্যয়ন ব্যাহত হবে।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ডাস্টবিন নির্মাণের জন্য কলেজের সামনের রাস্তা বা আশপাশের জনবহুল এলাকা কোনোভাবেই উপযুক্ত স্থান নয়। তারা দ্রুত স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এদিকে, কলেজের অধ্যক্ষ বিষয়টি নিয়ে পৌরসভার সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
গৌরনদী পৌরসভার এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মতামত বিবেচনায় রেখে বিকল্প স্থানে ডাস্টবিন স্থাপনের বিষয়টি পর্যালোচনা করা হবে।




