সারাদেশ

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা হাসান

  • নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মাঠপর্যায়ের সৈনিক ও ছাত্রদল নেতা হাসান। গতকাল (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে নিজ গ্রামের বাড়ি সরিকলে অবস্থানরত সাবেক এই সংসদ সদস্য সাহসী রাজনৈতিক কর্মী “জুলাই যোদ্ধা হাসানকে” ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন,

“হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি একজন নির্ভীক মাঠকর্মী; তার মতো নেতা আমাদের দলের প্রকৃত সম্পদ।”

তিনি আরও আশ্বাস দেন, হাসান ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত থেকে হাসানকে শুভেচ্ছা জানান ও তার সুস্থতা কামনা করেন।

জুলাই যোদ্ধা হাসানের দেশে ফেরাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Back to top button