
বিজ্ঞান কুইজে তৌকির মাহমুদের সাফল্য
কালের ধারা নিউজ ডেস্কঃ
বিটিভি কর্তৃক আয়োজিত বিজ্ঞানভিত্তিক কুইজ অনুষ্ঠান “বিজ্ঞান: সাধারণ অসাধারণ”-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ তারিখে। এ পর্বে গৌরনদী উপজেলার মেধাবী শিক্ষার্থী তৌকির মাহমুদ তৃপ্ত সেরা পাঁচে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে।
তৌকির মাহমুদ তৃপ্ত গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম ও গৃহিণী মোস: সুফিয়া আক্তার-এর ছেলে। তিনি একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শৈশব থেকেই বিজ্ঞান বিষয়ে গভীর আগ্রহী ছিলেন।
তৃপ্তের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “তৃপ্ত আমাদের গর্ব। তার সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আরও উৎসাহী করবে।”
বিটিভির এই অনুষ্ঠানটি বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী পর্বগুলোতেও তৌকির মাহমুদের আরও ভালো করার প্রত্যাশা করেছেন সবাই।




