
মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন সরদার গ্রেফতার
কালকিনি প্রতিনিধি | কালের ধারাঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, লিখন সরদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা চলমান ছিল। দীর্ঘদিন ধরে তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কালকিনি পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ সোহেল রানা(ওসি) বলেন, “লিখন সরদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
অন্যদিকে, লিখনের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক নেতা দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বৃদ্ধি পেয়েছে। লিখন সরদার দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী তরুণ নেতা হিসেবে পরিচিত।




