সারাদেশ

বরিশালে শুরু হয়েছে নির্বাচন ২০২৬-এর প্রচারণা।

কালেরধারাঃ বরিশাল গৌরনদী -আগৈলঝাড়া শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রচারণা। বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়েছেন স্বপন সরদার।

মান্না ভাইয়ের সালাম নিন, কল্যাণরাষ্ট্র গড়ার শপথ নিন” এই অঙ্গীকারকে সামনে রেখে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রচারণা।
গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী হিসেবে সংসদীয় আসন ১১৯ (বরিশাল-১) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক ঐক্যের নিবেদিতপ্রাণ নেতা তাহের মোঃ স্বপন সরদার।‘কেটলি মার্কায় ভোট দিন’ — এই আহ্বান জানিয়ে তিনি ইতোমধ্যেই জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। মোঃ স্বপন সরদার বলেন,

মান্না ভাইয়ের নেতৃত্বে আমরা জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাই। রাজনীতি হবে মানুষের কল্যাণে, উন্নয়ন হবে সবার জন্য  এটাই আমাদের অঙ্গীকার।”

স্থানীয় এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন — শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত একজন মানুষ হিসেবে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তাঁর রয়েছে ইতিবাচক ভাবমূর্তি।আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা বরিশাল-১ আসনে ‘কেটলি মার্কা’ যেন গণমানুষের জাগরণের প্রতীক হয়ে ওঠে।সবার আহ্বান জানান এবং মান্না ভাইয়ের সালাম নিন,কল্যাণরাষ্ট্র গড়ার শপথ নিন
,নাগরিক ঐক্যের কেটলি মার্কায় ভোট দিন,প্রার্থী:  মোঃ স্বপন সরদার আসন আত্মপ্রকাশ করেন।
গণতন্ত্র মঞ্চ – মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ও অভিন্ন।

Back to top button