সারাদেশ

ইতালিতে কামরুল আহসান মন্টু মোল্লার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীর কৃতিসন্তান, ইতালির রোমের বিশিষ্ট ব্যবসায়ী, ইতালি বরিশাল জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, এবং ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু মোল্লার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প‌্যা‌লে‌স্তিনার ‘সোনার বাংলা রেস্টুরেন্টে’ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মন্টু মোল্লা ২০২০ সালের ২৮ অক্টোবর করোনা রোগে আক্রান্ত হয়ে ইতালির নিজ বাসায় ইন্তেকাল করেন। পরবর্তীতে তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে পিতার পাশে তাঁকে দাফন করা হয়।

দোয়া মাহফিলে বরিশাল জেলা সমিতির নেতৃবৃন্দসহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button