চট্টগ্রাম বিভাগ

সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার

কক্সবাজার প্রতিনিধি কালের ধারাঃ

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের হোটেল বিচ ওয়ে-তে।
সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয় উপস্থিত সকলের সাথে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব মোঃ আলমগীর গণি,
প্রধান বক্তা ছিলেন নীতি নির্ধারক পরিষদের সদস্য জনাব মোঃ মনজুর হোসেন,
সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম,
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান গনি (ইলি)।
আলমগীর গণির বক্তব্য
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মোঃ আলমগীর গণি বলেন“সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একজন সত্যিকারের সাংবাদিকের কলম অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের প্রতীক। সাংবাদিকদের সততা, সাহসিকতা ও দায়িত্ববোধই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে”।তিনি আরও বলেন,
জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় দেশের সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে। আমাদের লক্ষ্য—সত্য প্রকাশ, গঠনমূলক সমালোচনা এবং ন্যায়ের প্রতিষ্ঠা করা।টেকসই সমাজ,রাষ্ট্র গঠনে জাতীর চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করা। বক্তব্য রাখেন, মহেশখালির সাবেক এমপি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য
তিনি বলেন “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। তাই সাংবাদিকদের সৎ, সাহসী ও দায়িত্বশীল হতে হবে। সরকার গঠনমূলক সাংবাদিকতাকে উৎসাহিত করে এবং প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও বলেন,জাতীয় সাংবাদিক সংস্থার মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে, যা অত্যন্ত প্রশংসনীয়।উপস্থিত অতিথিবৃন্দরা সভায় আরও উপস্থিত ছিলেন—
মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল,
এস টিভির স্টাফ রিপোর্টার আয়েজ রনি,
জেলা কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম,
উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া,এম এ রহমান, ইমরান,মরিয়ম সহ উখিয়া উপজেলা কমিটির বেশ কয়েকজন।পাশাপাশি
মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,
ঈদগাঁও উপজেলা কমিটির সহ-সভাপতি এম শফিউল আলম,
সাধারণ সম্পাদক এম সরওয়ার সিফা,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি, এবং জেলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
রামু উপজেলা কমিটির পক্ষ থেকে সভাপতি কায়সার, সাধারণ সম্পাদকসহ আরও বেশ কয়েক জন প্রতিনিধিবৃন্দ।
পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা টেকনাফ উপজেলার নেতৃবৃন্দরা।

Back to top button