
গৌরনদীতে সাইক্লোন সেল্টারের কাজের মান যাচাইয়ে প্রশাসক মোঃ ইব্রাহীমের পরিদর্শন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
গৌরনদী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় নির্মাণাধীন সাইক্লোন সেল্টারের কাজের মান ও অগ্রগতি পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম।
শনিবার (১ নভেম্বর) সকালে তিনি সরেজমিনে নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান, ব্যবহারকৃত নির্মাণ সামগ্রী এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজের মানে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করেন। তিনি বলেন, “সরকারের অর্থে জনগণের কল্যাণে নির্মিত এই প্রকল্পের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। সাইক্লোন সেল্টার জনগণের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, পৌরসভার কর্মকর্তাসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাবাজার সাইক্লোন সেল্টারটি সম্পূর্ণ হলে এটি দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি স্থানীয়দের জন্য একটি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।




