
সারাদেশ
কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরাফাত (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার জসিম হাওলাদারের ছেলে। জানা যায়, দুপুরে খালার বাড়িতে বেড়াতে এসে খালের ওপর সাঁকো পার হওয়ার সময় অসাবধানবশত সে পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আরাফাত ছিল অত্যন্ত চঞ্চল ও প্রাণবন্ত শিশু। হঠাৎ তার মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।




