সারাদেশ

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএনপির বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএনপির বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : সাহেব আলী

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব খান মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

> “মাগুরার মাটিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ধানের শীষে ভোট দিয়ে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান কিজিল খান, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা সুমন, সাংগঠনিক সম্পাদক উৎপল, জেলা সদস্য লিটনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

Back to top button