সারাদেশ

গৌরনদী-আগৈলঝাড়া সড়কে ইট-বালু ও গাছের দখল

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:গৌরনদী থেকে আগৈলঝাড়া সড়কের দুই পাশে অবাধে চলছে ইট, বালু ও গাছের ব্যবসা। এতে সড়কের বড় একটি অংশ দখল হয়ে যাওয়ায় ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনার আশঙ্কাজনক পরিস্থিতি, বাড়ছে জনভোগান্তি।

গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের মোল্লা বাড়ি স্ট্যান্ড থেকে বারেকের দোকান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এভাবে রাস্তার দুই পাশে ইট, বালু ও গাছের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় রমজান নামের এক পথচারী জানান, “গতকাল সন্ধ্যায় আগৈলঝাড়া থেকে গৌরনদী ফেরার পথে অটোতে ছিলাম। দুই দিক থেকে গাড়ি আসায় চালক রাস্তার পাশে সরাতে গেলে ইটের স্তূপে ধাক্কা খায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাই।”

অভিযোগ রয়েছে, ইট-বালু ও কাঠ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এসব দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই ওই সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ সুজন বলেন, “জায়গা না থাকায় রাস্তার পাশেই রাখতে হচ্ছে।” তবে পরবর্তী প্রশ্নে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা জানান, গৌরনদী-আগৈলঝাড়া সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে রাস্তার দুই পাশ থেকে এসব অবৈধ ইট-বালু ও গাছের স্তূপ সরিয়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য নিরাপদ করে তুলবে।

মন্তব্য করুন

Back to top button