
জাতীয়প্রবাসের খবর
দুই দিনের ব্যবধানে ইতালিতে তিন প্রবাসীর মৃত্যু
গত দুই দিনে ইতালির তিনটি শহর থেকে আসলো বেদনাদায়ক তিনটি শোক সংবাদ—তিনজন প্রবাসী প্রাণ হারিয়েছেন ভিন্ন ভিন্ন কারণে।
Bari: মানিকগঞ্জের সুজন ব্যাপারী (বয়স ২৯) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Ancona: ফেনীর পাঠানগড় গ্রামের জাকির হোসেন চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাত ৯টার দিকে ইন্তেকাল করেছেন।
Bologna: কুমিল্লার দেবিদ্বার থানার প্রবাসী বেলাল হোসেন (২৯) কর্মস্থলে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি San Giorgio di Piano এলাকার একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।




