জাতীয়

সংস্কার কার্যক্রম চলমান থাকবে, বিভ্রান্তিকর সংবাদে আপত্তি জানাল অন্তর্বর্তী সরকার

সংস্কার কার্যক্রম চলমান থাকবে, বিভ্রান্তিকর সংবাদে আপত্তি জানাল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বরাত দিয়ে “আগামী নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের সংস্কার কার্যক্রম শেষ হবে” — এমন সংবাদ প্রচারের ঘটনায় আপত্তি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে গণমাধ্যমে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এবং তা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, “গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন। তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে — এই তথ্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং তা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। উপদেষ্টা পরিষদও নিয়মিত সভা ও কার্যক্রম পরিচালনা করবে।”

এর আগে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, সংস্কার কমিশন থেকে পাওয়া ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নভেম্বরে পরিষদের কাজ গুটিয়ে যাবে, তাই যা করার আগামী মাসেই করতে চাই।”
এই বক্তব্যের পর গণমাধ্যমে খবর প্রচার হয় যে, নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হচ্ছে—যা নিয়ে আজ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হলো।

সরকারের অবস্থান পরিষ্কার—সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং উপদেষ্টারা দায়িত্বে থাকবেন নির্বাচিত সরকার গঠিত হওয়া পর্যন্ত।

Back to top button