গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি”— এই প্রতিপাদ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন।
বিতরণকৃত ফসলের মধ্যে ছিল— গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অনিতা মজুমদার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মেহেদী হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম বলেন,
> “বর্তমান সরকার কৃষি বান্ধব। প্রান্তিক কৃষকদের সহায়তায় এমন প্রণোদনা কর্মসূচি তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মসূচিতে কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী মৌসুমে আরও বিস্তৃত পরিসরে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।




