
গৌরনদী প্রতিনিধি:
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর গৌরনদী কলেজ মাঠের মসজিদ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জননেতা জহির উদ্দিন স্বপন। তাঁর সঙ্গে গৌরনদী–আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গৌরনদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশবাসী আজ উদ্বিগ্ন এবং প্রার্থনায় মগ্ন। তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো কলেজ মাঠের পরিবেশ হয়ে ওঠে শান্ত ও ধর্মীয় আবহে পরিপূর্ণ।




