ক্যাম্পাসবরিশাল বিভাগসারাদেশ

গৌরনদীতে ধর্মীয় শিশু শিক্ষালয় উদ্বোধন

ধর্মীয় শিক্ষার প্রসার ও শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই সঠিক শিক্ষায় গড়ে তুলতে স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান। ইতালি প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন শরীফের অর্থায়ন ও আব্দুল হালিম শরীফের সার্বিক পরিচালনায় বৃহস্পতিবার উদ্বোধন করা হয় পৌরসভার ১ নং ওয়ার্ড সুন্দরী নবীনগর শরিফ বাড়ি সংলগ্ন মস‌জিদ । পাকপাঞ্জাতন আবেদীয়া সুন্নীয়া মাদ্রাসাতুস সাকালাইন কমপ্লেক্স না‌মে মাদ্রা‌সা‌টি আজ উদ্বোধন করা হ‌য়ে‌ছে ।

উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও আদর্শ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি বিএনপি নেতা প্রবীণ জনহিতৈষী আলহাজ্ব শাহজাহান শরীফ এবং বণিক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা সাহাবুব হোসেন শরীফ।

গাউছিয়া আবেদীয়া সুন্নীয় মাদ্রাসার অধ‌্যক্ষ আব্দুর রব সিকদার, টরকী বন্দ‌রের ব‌্যবসায়ী মামুন সিকদার, ব‌্যবসায়ী বাবুল হাওলাদার,অলি উল ইসলাম, দিদার শরীফ, সৌদি প্রবাসী আবু বক্কর ‌সি‌দদ্দিক মোহাম্মদ সরদার সহ স্থানীয় মুরব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম আনসারী।

Back to top button