জাতীয়

বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম থানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে মন্তব্য ও নির্দেশনা লিপিবদ্ধ করেন।

এসময় উপ-পুলিশ কমিশনার মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুসহ থানার সার্বিক কার্যক্রমে আরও দক্ষতা ও স্বচ্ছতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এ ধরনের বার্ষিক পরিদর্শনের মাধ্যমে থানা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Back to top button