জাতীয়রাজনীতি

ইতালীর ত‌রি‌নো‌তে বিএন‌পির ৪৭ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির ইতা‌লির ত‌রি‌নো শাখার আয়োজ‌নে দ‌লের ৪৭ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে কেক কাটা, দোয়া মিলাদ ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১ লা সে‌প্টেম্বর সন্ধায় ত‌রি‌নোর ইমি‌লিয়া বাংলা হো‌টেল মেজবান বি‌রিয়ানি হাউস র সাম‌নে ত‌রি‌নো বিএন‌পির সদ‌্য বিলুপ্ত ক‌মি‌টির সা‌বেক সি‌নিয়র সহ সভাপ‌তি এড‌ভো‌কেট আরিফুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয় ।
দ‌লের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে কোরআন তেলাওয়া‌তের মধ‌্য দি‌য়ে শুরু হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন কা‌রি মৌলভী কামাল উদ্দিন।

ত‌রি‌নো শাখা বিএন‌পির সাবেক সি‌নিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মাদ মোশারফ হো‌সেন র সঞ্চালনায়
প্রধান অতি‌থি ছি‌লেন ইতা‌লি বিএন‌পির সা‌বেক সহ-সাধারন সম্পাদক, মোহনগঞ্জ সরকা‌রি ডিগ্রী ক‌লে‌জের সা‌বেক জিএস, সা‌বেক ছাত্র নেতা মো: কামরুল হাসান।

প্রধান বক্তা হিসা‌বে বক্তব‌্য রা‌খেন ত‌রি‌নো বিএন‌পির সা‌বেক সহ-সভাপ‌তি শামীমুল হুদা ।
বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন ক‌বির,ধর্ম বিষয়ক সা‌বেক সম্পাদক কারী মৌলভী কামাল উদ্দিন, সা‌বেক সহ সম্পাদক মুন্না চৌধুরী, সা‌বেক সহ সাংগঠ‌নিক সম্পাদক আতাউর সরকার
সা‌বেক নির্বাহী সদস‌্য মামুন ঢালী, র‌বিউল ইসলাম,

সেচ্ছা‌সেবকদ‌লের সা‌বেক আহব্বায়ক না‌সির জমাদ্দার,সা‌বেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক নুরু হো‌সেন,সা‌বেক সহ সাংগঠ‌নিক সম্পাদক তপন মিয়া, সা‌বেক যুগ্ন আহব্বায়ক ইমন হো‌সেন প্রমূখ । অনুষ্ঠান শে‌ষে উপ‌স্থিত বিএন‌পি নেতা কর্মিদের মা‌ঝে খাবার প‌রি‌বেশন করা হয় ।

Back to top button