
বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বরিশাল–স্বরূপকাঠি সড়কের বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া শরীফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশ গেট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও ভেটেরিনারি চিকিৎসক মোঃ আব্দুর রবের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আহমেদ বরিশাল থেকে নিজ মোটরসাইকেলে বানারীপাড়ার উদ্দেশ্যে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় থাকলেও সংঘর্ষের তীব্রতায় তা খুলে ছিটকে পড়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল তিন ভাইবোনের মধ্যে ছোট। তার বড় ভাই শামীম আহমেদ এটিএন নিউজের লন্ডন প্রতিনিধি, আর একমাত্র বোনও লন্ডনে বসবাস করেন। মাত্র আট মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
রবিবার (২ নভেম্বর) জোহর নামাজ শেষে মরহুম শাকিল আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




