
ইতালি মরহুম হাসেম ঢালীর শোকসভা মিলাদ মাহফিল
মিনহাজ হোসেন:রোম ইতালি
ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী ঢালী নাসির উদ্দিনের পিতা হাসেম ঢালী সম্প্রতি ইন্তেকাল করেন। মরহুম হাসেম ঢালল রুহের মাগফেরাত কামনায় শুক্রবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের প্রেনেস্তিনা মক্কি মসজিদে দোয়া মাহফিল শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
উপস্থিত ছিলেন— ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিয়ত উল্লাহ, সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান, এডভোকেট কামরুজ্জামান, আবুল কালাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাবেক যুগ্ম সম্পাদক রাইহান মোল্লা, ইতালি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মিঞ্জু সরদারসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম আবুল হাসেম ঢালী ছিলেন একজন নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ও সমাজসেবক। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি হয়রানির শিকার হন। তার ছেলে ঢালী নাসির উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় পরিবারকেও সে সময় নানা চাপ সহ্য করতে হয়েছে। বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে মরহুম আবুল হাসেম ঢালীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




