
গৌরনদীতে রাত্রিকালীন পিঙ্গলাকাঠি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গৌরনদীতে রাত্রিকালীন পিঙ্গলাকাঠি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি এলাকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রাত্রিকালীন ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় পিঙ্গলাকাঠি যুবসংঘ একাদশ ও তারুয়া স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে খেলায় পিঙ্গলাকাঠি যুবসংঘ একাদশ ২–১ গোলে তারুয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন,উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি সদস সচিব মিজানুর রহমান খান মুকুল এছাড়া গৌরনদী উপজেলা জনপ্রতিনিধি, সাংবাদিক সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের শত শত মানুষ।
স্থানীয় আয়োজকরা জানান, এলাকার তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।




