সারাদেশ

আজাদ ফার্নিচার থেকে ১ লাখ ২০ হাজার টাকার কাঠ চুরি, সাতলা বাজারের রিফাত ফার্নিচারে উদ্ধার,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ড পৌরসভার বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আজাদ ফার্নিচারের গোডাউন থেকে মেঘনি গাছের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের কাঠ চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা গোডাউন ভেঙে এসব কাঠ চুরি নিয়ে যায় বলে জানিয়েছেন মালিক।

চুরির ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে উজিরপুর উপজেলার সাতলা বাজারে অবস্থিত রিফাত ফার্নিচারে ওই কাঠ পাওয়া যায়। এসময় জিজ্ঞাসাবাদে রিফাত ফার্নিচারের মালিক দাবি করেন, তারা ‘অজ্ঞাত এক ব্যক্তির’ কাছ থেকে নগদ ১২ হাজার টাকায় কাঠগুলো কিনে রেখেছেন।

আজাদ ফার্নিচারের মালিক কাঠ ফেরত চাইলে রিফাত ফার্নিচার কর্তৃপক্ষ আপত্তি জানায়। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে গিয়ে সমঝোতার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া কাঠ ফেরত পাননি আজাদ ফার্নিচারের মালিক।

এ ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Back to top button