জাতীয়

সঙ্গীতশিল্পী কাজী শুভ’র পিতা কাজী শাহ আলম আর নেই

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কাজী শুভ’র পিতা কাজী শাহ আলম আর নেই। আজ সকালে ঢাকাস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী শাহ আলম। তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সঙ্গীতাঙ্গনেও শোকের ছায়া বিরাজ করছে। সহকর্মী শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

দাফন ও জানাজার  নামাজ আজ রাত ৮ টায় বরিশাল গৌরনদী দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে অনুষ্ঠিত  হবে বলে পরিবার জানিয়েছে।

মরহুম কাজী শাহ আলমের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।

মন্তব্য করুন

Back to top button