
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত রত্নপুর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, মোহনকাঠির অধ্যক্ষ মো. জগলুল ফারুকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ও অভিভাবকরা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর এক অভিভাবক আনুষ্ঠানিকভাবে ইউএনও ও কলেজের এডহক কমিটির সভাপতি লিখন বনিকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ জগলুল ফারুক সরকারি বরাদ্দের টিউশন ফি শিক্ষকদের না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া কলেজের পুকুর লিজের টাকা কলেজ ফান্ডে জমা না দিয়ে নিজে রাখেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কলেজের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দ পাওয়া প্রায় দুই লাখ ৮০ হাজার টাকার কাজের কোনো হিসাব কলেজ কর্তৃপক্ষের কাছে নেই। কলেজের ব্যাংক হিসাব থেকে ৬৫ হাজার টাকা উত্তোলন করে খরচের কোনো হিসাবও দেননি অধ্যক্ষ।
প্রতিবছর কলেজ নবায়নের জন্য শিক্ষকদের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা উত্তোলন করলেও, ব্যয়ের হিসাব দেন মাত্র ১০-১২ হাজার টাকার। বাকি টাকার কোনো রেকর্ড পাওয়া যায়নি। এছাড়া ডিজিটাল ল্যাবের বরাদ্দের টাকারও কোনো হিসাব কলেজে নেই বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, অধ্যক্ষ নিয়মিত কলেজে উপস্থিত না থেকে একসাথে ১০-১৫ দিনের হাজিরায় স্বাক্ষর করেন। এমনকি সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালনের নির্দেশনা থাকলেও কলেজে তা পালন করা হয়নি।
এছাড়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক শ্যামল কান্তি কর গুপ্ত ২০২৪ সালের এপ্রিল মাসে অবসরে গেলেও, তার ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ ওই ছাড়পত্র দেওয়ার জন্য হিসাব সহকারী মো. সামচুল হকের মাধ্যমে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় প্রভাষক এখনো ছাড়পত্র পাননি।
স্থানীয়দের দাবি, অধ্যক্ষের এসব অনিয়মের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।




