
গৌরনদী উপজেলা আনসার বিডিপি কর্মকর্তার বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
আজ গৌরনদী উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব হাম্মাদ বিন হোসাইন-এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৪ বছর ৬ মাস গৌরনদী উপজেলায় কর্মরত থাকাকালে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। একজন সাদাসিধা ও বিনয়ী মনের মানুষ হিসেবে তিনি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর নেতৃত্বে আনসার ও ভিডিপি কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ অহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা, পিআইও, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, বিএডিসির উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জনাব হাম্মাদ বিন হোসাইনের কর্মজীবনের সাফল্য তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মস্থলে আরও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে গৌরনদীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে স্মারক উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।




