
নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তিনি দলের পক্ষে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন। এলাকাবাসীর সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, গৌরনদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ।
এ ছাড়া গণঅধিকার পরিষদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এই গণসংযোগ কর্মসূচি আসন্ন নির্বাচনে প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।




