অপরাধ ও দুর্ণীতিসারাদেশ

বানারীপাড়ায় নান্দুহার খালে অভিযান: বিপুল পরিমাণ বাধা জাল আটক, ধ্বংসের নির্দেশ

স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়া উপজেলার নান্দুহার খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাধা জাল আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।

অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে পাতা থাকা একাধিক বাধা জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউএনও ও ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান তাৎক্ষণিকভাবে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

তিনি জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ে মাছের উৎপাদন কমে যায়। তাই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, এলাকায় অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

Back to top button