
গৌরনদীর যুবদল নেতা রাইসুল ইসলাম রাশেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একাধিক মামলায় কারাবরণকারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কুষ্টিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৌরনদী উপজেলার পৌর যুবদলের অন্যতম নেতা রাইসুল ইসলাম (রাশেদ)।
ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা দিলে কুষ্টিয়ার খোকসা এলাকায় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
আহত রাশেদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, শাহবাগ থানার তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলার গাছা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে গৌরনদী পৌর যুবদলের একজন ত্যাগী ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে ২০ ডিসেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান—নিটোর) এ প্রেরণ করা হয়।
এদিকে, গুরুতর আহত রাইসুল ইসলাম রাশেদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। স্থানীয় ও দলীয় নেতাকর্মীরাও তার আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করছেন।




