
গৌরনদীতে নদী দখলের দায়ে মোবাইল কোর্ট: এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
গৌরনদী (বরিশাল), প্রতিনিধিঃ
গৌরনদী পৌরসভা এলাকার দক্ষিণ পালরদী এলাকায় পালরদী নদীর একাংশ দখল করে নদী শ্রেণির জমি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২২ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং সরকারি সম্পত্তি দখলের চেষ্টার অপরাধে দক্ষিণ পালরদী এলাকার মিলন মোল্লা নামক এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ভরাটকৃত অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করার শর্তে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর সরবত আলীর নেতৃত্বে একটি পুলিশ টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




