সারাদেশ

বরিশাল–১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম ও উপজেলা নির্বাচন অফিসার সুজন কুমারের নিকট থেকে বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র গ্রহণ শেষে নেতৃবৃন্দ জানান, বরিশাল–১ আসনে জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
এ সময় উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

আরও পড়ুন
Close
Back to top button