সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়ায় চার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার সকালে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে বিএনপির নেতা-কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কেএম রেজাউল ফিরোজ রিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, জেলা উত্তর বিএনপির সদস্য শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সরোয়ার হোসেন মিয়া।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদী নিজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারি মো. পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা মো. এমদাদুল হক এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মাওলানা আসাদুল্লাহ।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম মাহাবুব।
এছাড়া নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদারও আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মন্তব্য করুন

Back to top button